ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে শোক দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সিআইইউতে শোক দিবসের আলোচনা সভা সিআইইউতে শোক দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে যেভাবে মূল্যায়ন করা হয়, রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকাকে সেভাবে মূল্যায়ণ করা হয়নি বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

সোমবার (১৪ আগস্ট) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খাঁন বলেন রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছ থেকে দেখতে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।

৬ দফা আন্দোলন, ৬৯ ও ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ৭২ এর স্বাধীন রাষ্ট্র নিয়ে বঙ্গবন্ধুর অবদান অসামান্য।

সভায় আরও বক্তব্য দেন, সিআইইউর স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস’র ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, ব্যবসায় অনুষদের ডিন ড. মো. নাঈম আবদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।