ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মদিনা ট্যানারির দ্বিতীয় ইউনিট বন্ধ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
মদিনা ট্যানারির দ্বিতীয় ইউনিট বন্ধ ঘোষণা

চট্টগ্রাম: নগরের জালালাবাদে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধনের কারণে মদিনা ট্যানারির দ্বিতীয় ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মহানগর) মো. আজাদুর রহমান মল্লিক জানান, ২০১৫ সালের ১৬ মে হাটহাজারী রোডের জালালাবাদে মদিনা ট্যানারি নামের চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানটি ইটিপি ছাড়া পরিচালনার দায়ে পরিবেশ অধিদফতর বন্ধ ঘোষণা করে।

কিন্তু মালিকপক্ষ গোপনে ওই প্রতিষ্ঠান থেকে আনুমানিক ৮০০ গজ দূরে মদিনা ট্যানারি ইউনিট-২ নাম দিয়ে আরেকটি ট্যানারির কার্যক্রম পরিচালনা করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদফতর গত ১৩ আগস্ট অভিযান চালায়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করায় শুনানিতে হাজিরের নোটিশ জারি করা হয়। শুনানি শেষে মদিনা ট্যানারি ইউনিট-০২ বন্ধ ঘোষণা করা হয়।      

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।