ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে ডুবে শিশু, বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পুকুরে ডুবে শিশু, বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলীর চরপাথরঘাট এলাকায় পুকুরে ডু্বে শিশু মেহেরীনা (০৩ ) ও নগরের বাকলিয়ার তুলাতুলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহেদা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।  

শিশু মেহেরীনা কর্ণফুলীর চরপাথরঘাট এলাকার নেছার আহমদের মেয়ে।

 জাহেদা বেগম স্বামী মোতাহের হোসেনের সঙ্গে রাজাখালী এলাকায় বসবাস করতেন।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, খেলার করার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে যায় ওই শিশু।

 অন্যদিকে, রাজাখালীর মা আবাসিক এলাকার স্বর্ণ প্লাস্টিক হাউজ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় জাহেদা বেগম।  পরে দুজনকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।