ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবাসহ গ্রেফতার তিন, ১৮ মাদকসেবীর অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ইয়াবাসহ গ্রেফতার তিন, ১৮ মাদকসেবীর অর্থদণ্ড অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এছাড়া মাদক সেবনের দায়ে ১৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) নগরের শাহ আমানত সেতু, মোহরা, বুড়ির পুকুর পাড় এলাকাসহ বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

ইয়াবাসহ গ্রেফতার তিনজন হলেন- মো. ছাদেক প্রকাশ ইলিয়াছ (২২), সামসুল আলম (৩০) ও নুর কবির (৫০)।

অর্থদণ্ডে দণ্ডিত হওয়া মাদকসেবীরা হলেন- মো. জহিরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, আবদুল মান্নান, মো. আলম, মো. সুমন, মো. মেরাজ, আব্দুল ওহাব, মো. কাবিলা, মো. তৌফিক মিয়া, মো. খোকন শিকদার, বিপ্লব চৌধুরী, মো. সালাউদ্দিন, মাহাবুবুর রহমান, মো. সোহেল, হান্নান উদ্দিন, মো. ওসমান ও মো. আনোয়ার হোসেন।

শামীম আহমেদ বলেন, ‘শাহ আমানত সেতু, মোহরা, বুড়ির পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. ছাদেক, সামসুল আলম ও নুর কবির নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদক সেবনের দায়ে ১৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসকে/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।