ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একসিলেন্স'র পথে র‌্যাংকস এফসি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
একসিলেন্স'র পথে র‌্যাংকস এফসি র‌্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেডের এক্সপ্লোর একসিলেন্স (পার্ট ওয়ান) ইভেন্ট

চট্টগ্রাম: উৎকর্ষতার শিখরে পৌঁছাতে নতুনভাবে কাজ শুরু করেছে রেনকন হোল্ডিংস এর প্রতিষ্ঠান র‌্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড।

 

সম্প্রতি নগরের একটি অভিজাত হোটেলে এক্সপ্লোর একসিলেন্স (পার্ট ওয়ান) ইভেন্ট আয়োজনের মাধ্যমে নতুন উচ্চতায় যাওয়ার এ চ্যালেঞ্জ নেয় প্রতিষ্ঠানটি।  

এতে কনভেনশনকে ভেঙ্গে ধ্রুপদী কিছুর প্রত্যাশা নিয়ে র‌্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরেন সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।

তিনি জানান, নতুন প্রতিজ্ঞা নিয়ে নতুন উচ্চতায় পৌঁছার ইস্পাত কঠিন শপথ নিয়েছি আমরা।

গ্রাহকের প্রথম পছন্দ হওয়ায় আমাদের নতুন লক্ষ্য। সেই সঙ্গে ২০২১ সালের মধ্যে চট্টগ্রামের আবাসন খাতের মার্কেট লিডার হতে চাই আমরা।

এজন্য সবকিছু নতুনভাবে সাজানো হচ্ছে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবন এটলাস র‌্যাংকস প্লাজায় অত্যাধুনিক অফিস নির্মাণ করেছি। নতুন লগো উন্মোচন করা হয়েছে। বলেন তানভীর শাহরিয়ার রিমন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, র‌্যাংকস এফসি প্রোপার্টিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, রেনকন রিয়েল এস্টেট ডিভিশনের পরিচালক মাশিদ রহমান।  

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাহবুব সোবহান জালাল, ডিভিশনাল ফিন্যান্স কন্ট্রোলার আরিফ উদ্দীন, ডিভিশনাল হেড অব এইচ আর সাদ হোসন, ইন্সপেস আর্কিটেক্ট এর সিইও ওয়াহিদুর রহমান আদিব, র‌্যাংকস এফসির জিএম বিডি মাহফুজুল বারী, জিএম কনস্ট্রাকশন দিলদার হোসেন, ডিজিএম কাস্টমার সার্ভিস মাসুদুল হাসান, ডিজিএম ফিন্যান্স হানিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে গেলো অর্থবছরে বিভিন্ন বিভাগে সফল কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad