ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউর জমজমাট অ্যাডমিশন ফেয়ার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ইডিইউর জমজমাট অ্যাডমিশন ফেয়ার ইডিইউর অ্যাডমিশন ফেয়ারে স্বপ্নের কথা জানালো শিক্ষার্থীরা

চট্টগ্রাম: চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্রী লামিয়া নাফিসা। অর্থনীতিতে ভর্তি হওয়ার ভীষণ ইচ্ছে। পাশের সহপাঠী কিংবা বন্ধুরা যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার স্বপ্নে বিভোর, সেখানে সদা হাস্যোজ্জ্বল মেয়েটি চাইছে অর্থনীতি নিয়ে পড়ে দেশকে পাল্টে দিতে।

তবে এমন চ্যালেঞ্জ কেবল লামিয়ার জন্য নয়, পরিবারের পছন্দের সাবজেক্টের বাইরে নিজের ইচ্ছায় ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হয়ে সবাইকে চমকে দেওয়ার কথা জানিয়েছেন সিদরাতুল মুনতাহা, আশরাফ উদ্দিন, নাবিল বিন জামাল, নিশাত তাসনিমসহ আরও অনেকে।
 
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) ২০১৮ সালের ফল সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার যেন পরিণত হল উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মিলন মেলায়।

শনিবার (১১ আগস্ট) সকালে নগরের প্রবর্তক মোড়ের আল নূর বদরুন সেন্টারে ‘ডেসটিনেশন ইডিইউ’ শিরোনামে কর্তৃপক্ষ এ ফেয়ারের আয়োজন করে।  

এতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চট্টগ্রামের শিক্ষাবিদদের ভিড় করতে দেখা যায়।


 
অ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, উচ্চশিক্ষা নিয়ে দিন দিন আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতর সচেতনতা বাড়ছে। ভালো শিক্ষা পাওয়ার জন্য গুণগত মান নিশ্চিতকারী বিশ্ববিদ্যালয়ের কাছে তারা ছুটে যাচ্ছে। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও মান ধরে রাখতে দায়িত্ব বাড়ছে।  

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ইডিইউর নানা পরিকল্পনার কথা কাছ থেকে জানার সুযোগ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। স্থায়ী ক্যাম্পাস আছে কি না, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রম কতটুকু এগুলো, পাঠ্য-সিলেবাস কতটুকু কর্মমুখী-এমন বিষয় যাচাই বাছাই করতে পারছেন সবাই।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার প্রফেসর সামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, ড. মোহাম্মদ রকিবুল কবির, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।
 
ইডিইউ কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ইডিইউর অ্যাডমিশন ফেয়ার। একদিকে চলে আলাপচারিতা, অন্যদিকে ভর্তির ফরম পূরণ। সন্তানের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে হাজারও প্রশ্ন ছিল অভিভাবকদের। একটু পর-পরই দলবেঁধে ছুটে আসছিল আবার শিক্ষার্থীরা।
 
মোহাম্মদ ইমতিয়াজ সামি নামের একজন ছাত্র বলেন, ফেয়ারে এসে খুব ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে। ইডিইউর স্থায়ী ক্যাম্পাস আছে শুনে দারুণ খুশি হয়েছি।

এবারের ফেয়ারে ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও ছিল স্পট এডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমসহ শিক্ষার নানা তথ্য।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১১. ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।