ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদদের প্রতি শ্রদ্ধা শিল্পকলা একাডেমির নতুন কমিটির

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
শহীদদের প্রতি শ্রদ্ধা শিল্পকলা একাডেমির নতুন কমিটির শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটির সদস্যরা।

চট্টগ্রাম: পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটির সদস্যরা।

শুক্রবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির নব-নির্বাচিত সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল, হাসান জাহাঙ্গীর, কার্যনির্বাহী সদস্য অঞ্চল চৌধুরী, বাপ্পা চৌধুরী, মোস্তফা কামাল যাত্রা, শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা মোসলেম উদ্দিন লিটন ও সাংবাদিক সাইদুল ইসলাম।

শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন লেখক রমা চৌধুরীকে দেখতে যান শিল্পকলা একাডেমির নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ কমিটি সদস্যরা।

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি নানা আয়োজন করেছে।

এর মধ্যে ১৪ আগস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধুর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শ্রদ্ধা নিবেদন, কবিতা পাঠ, জীবনী পাঠ, শিশু আবৃত্তি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি রয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রফেসর ড. অনুপম সেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।