ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু সেপটিক ট্যাংকে পড়ে মারা যাওয়া শিশুদের স্বজনদের আহাজারি।

চট্টগ্রাম: নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয় ডিজেল কলোনির পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল প্রকাশ ড্যানিস (২০) এবং মো. সিফাত (১৫)।

এদের মধ্যে ইমু ও ড্যানিস ভাই। তারা আকরাম হোসেনের ছেলে।
সিফাতের বাবা মিজানুর রহমান।

সেপটিক ট্যাংকে পড়ে মারা যাওয়া দুই ভাই।  প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিকেলে ফুটবল খেলার সময় তাদের বল সেপটিক ট্যাংকে গড়িয়ে পড়ে। বলটি নিতে গিয়ে সিফাত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল সেপটিক ট্যাংকে নামে। এ সময় গ্যাসের কারণে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ফায়ার স্টেশনের লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad