ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ নাছিরের সিটি করপোরেশনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষারমান উন্নতকরণে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) চসিকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার শিক্ষারমান, পরিবেশ উন্নয়নে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে উল্লেখ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহেও নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

নগরবাসীর শিক্ষা অধিকার নিশ্চিতে চসিকের নিজস্ব দায়িত্বের বাইরে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। সিটি করপোরেশন শিক্ষা সেবায় অনন্য অবদান রেখে চলেছে।
নগরের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী সিটি করপোরেশন পরিচালিত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। এ সেবা খাত পরিচালনা করতে গিয়ে চসিককে প্রায় ৪৩ কোটি টাকা ভর্তুকি গুণতে হয়।

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সিটি মেয়র আরও বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)’র লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি হচ্ছে তরুন প্রজন্ম। এ প্রজন্মকে শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে-বিজ্ঞানে আন্তর্জাতিকমান সম্পন্ন জ্ঞানের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় দেওয়ান হাট সিটি করপোরেশন কলেজ, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফতেয়াবাদ সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠান প্রধানগণ নিজ প্রতিষ্ঠানের কার্যবিবরণী উপস্থাপন করেন।

এছাড়াও সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরণী পঠন ও অনুমোদন, কলেজ ভবন সম্প্রসারণ, শিক্ষক স্বল্পতা, ২০১৮-২০১৯ সালের বাজেট অনুমোদন, বিগত ২০১৭-২০১৮ অর্থবছরের আয়-ব্যয় অনুমোদন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি, গভর্নিং বডি পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ চসিক সচিব মো. আবুল হোসেন পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, দেওয়ান হাট সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ ঝিনু আরা বেগম, সদস্য সৈয়দ মাহমুদুল হক, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরী, প্রিয়তোষ সরকার, কহিনুর আকতার, শিক্ষক প্রতিনিধি মমতারানী সাহা, লিটন কান্তি দেব, হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমেধ তাপস বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মকসুদ আলী, তপন কান্তি দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।