ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে কারিকুলাম ডিজাইন নিয়ে কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
প্রিমিয়ারে কারিকুলাম ডিজাইন নিয়ে কর্মশালা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘কারিকুলাম ডিজাইন অ্যান্ড অ্যাসেসমেন্ট স্ট্রাটেজি’ শীর্ষক কর্মশালা

চট্টগ্রাম: নগরের দামপাড়ায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে ব্যবসায় শিক্ষা অনুষদের সেল্ফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটির উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় ‘কারিকুলাম ডিজাইন অ্যান্ড অ্যাসেসমেন্ট স্ট্রাটেজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় কি-নোট পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর ড. এম আশরাফুল আলম।

তিনি এলিমেন্টস অফ আউটকাম-বেইসড কারিকুলাম, অ্যাসেসমেন্ট রুবরিক, লেসন প্লান, গ্র্যাজুয়েট প্রোফাইল এবং স্কিল ম্যাপিং প্রভৃতি বিষয়ে কর্মশালায় আলোচনা করেন।

এতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

কর্মশালা সমন্বয় করেন অনুষদের সহকারী ডিন ও সেল্ফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটির প্রধান এম. মঈনুল হক, সদস্য সাদিয়া আখতার এবং একেএম নাসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।