ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে জেন্ডার ও উন্নয়ন নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
ইডিইউতে জেন্ডার ও উন্নয়ন নিয়ে সেমিনার ইডিইউ’র সেমিনারের অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা

চট্টগ্রাম: দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো বেশি প্রয়োজন। কেননা নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন মানেই সাফল্যের চাবিকাঠি। তবে এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে আমাদের।

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত জেন্ডার, ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন বক্তারা।  

সম্প্রতি নগরের খুলশীর পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটির ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইরুডেশন ক্লাবে সেমিনারের আয়োজন করে।

এতে জেন্ডার বিশেষজ্ঞ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজের সহকারী অধ্যাপক অমিয় সৃজন সাম্য।

তিনি বলেন, যেকোনো দেশের উন্নয়নে এখন জেন্ডার বৈষম্য দূর করার বিষয়টি সামনে চলে এসেছে। বাংলাদেশের কর্মক্ষেত্র ও অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে। পোশাকশিল্পে শ্রমিকদের ৮০ শতাংশের বেশি নারী।

তিনি আরও বলেন, পরিমাণ ও গুণগত সব দিক থেকেই নারীকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বের টেকসই ব্যবসায়িক ধারণার সঙ্গে প্রযুক্তির ব্যবহার ঘটালে নতুন অর্থনীতিক পৃথিবী সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে কেবল নারীর অংশগ্রহণই পারে আর্থসামাজিক উন্নয়ন তৈরি করতে।

শুভেচ্ছা বক্তব্যে ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, পোশাকশিল্পের মতো অর্থনৈতিক অন্য সেক্টরেও জেন্ডার বৈষম্য কমাতে হবে। মেয়েদের দক্ষ জনশক্তিতে নিয়ে যেতে দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীর সক্ষমতা বাড়ানো দরকার। উদ্যোক্তা হয়ে ইতোমধ্যে তারা পুরো বিশ্বকে পাল্টে দিয়েছে। উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ যত বেশি হবে দেশ তত এগিয়ে যাবে।

ইডিইউ ইরুডেশন ক্লাবের উপদেষ্টা তাসমিম চৌধুরী বহ্নির সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এটিএম মাহমুদুর রহমান, প্রক্টর অনন্যা নন্দী, প্রভাষক সাবরিন সারোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।