ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফরিদ হত্যা মামলায় কারাগারে ৮ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
ফরিদ হত্যা মামলায় কারাগারে ৮ আসামি যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলায় আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রাম: নগরের চকবাজার ডিসি রোডে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলায় আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ জুলাই) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বাংলানিউজকে জানান মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী।
আর খবর>>**ডিস লাইনের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
তিনি বলেন, ফরিদুল ইসলাম হত্যা মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

রোববার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন-পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক এমএ মুছা, রাসেল, মাসুদ, মুরাদ, তৌহিদুল আলম, মো. মিঠু, নবী ও জানে আলম।

গত ২৭ এপ্রিল চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনীর মুখে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় চকবাজার থানার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার স্ত্রী নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।