ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে সাম্পান মাঝি নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
কর্ণফুলীতে সাম্পান মাঝি নিখোঁজ

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে একটি জাহাজের গ্যাসের সিলিন্ডার নামানোর সময় নিচে পড়ে গিয়ে মোহাম্মদ আলী (৩৯) নামে এক সাম্পান মাঝি নিখোঁজ হয়েছেন।

রোববার (২২ জুলাই) দুপুরের দিকে হাজী দৌলত আইস ফ্যাক্টরির জেটিতে শাহ বদর-১ জাহাজ থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মোহাম্মদ আলী চরপাথরঘাট এলাকার জরিপ আলীর ছেলে।

কর্ণফুলী ব্রীজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ বাংলানিউজকে জানান, ওই জাহাজ থেকে গ্যাসের সিলিন্ডার নামানোর সময় নিচে পড়ে মোহাম্মদ আলী নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে কর্ণফুলী থানায় একটি ডায়েরি করা হয়েছে।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. হোসাইন বাংলানিউজকে বলেন, নদীতে পড়ে এক সাম্পান মাঝি নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা উদ্ধারে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।