ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফোনে ইয়াবার অর্ডার, ধরা পড়লো ৩ ক্রেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
ফোনে ইয়াবার অর্ডার, ধরা পড়লো ৩ ক্রেতা ইয়াবা বিক্রেতা রহিমের (বামে) মোবাইল ফোনের সূত্র ধরে আটক ৩ ক্রেতা

চট্টগ্রাম: ভাসমান ইয়াবা বিক্রেতাকে গ্রেফতারের পর তার মোবাইল ফোনে ইয়াবার অর্ডার দিয়ে পুলিশের ফাঁদে ধরা পড়েছেন আরও তিন ক্রেতা।

শনিবার (২১ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানা পুলিশ অভিনব এ ফাঁদ পাতে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, আসকার দীঘির উত্তর পশ্চিম পাড় এলাকার এসএস খালেদ সড়কে তিন-চারজন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় মো. আবদুর রহিমকে (৪০) ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এরপর তার মোবাইল ফোনে ইয়াবাসেবীরা একের পর এক ফোন করতে থাকেন।

কারও চাহিদা দুইটা, কারও পাঁচটা। এভাবে একে একে চারজনকে আটক করা হয়। তারা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), সামু হোসেন (৪০), মো. আরিফ প্রকাশ মজিদ (৪৭)।     

ওসি মহসীন জানান, সাতকানিয়ার কাঞ্চনা একরাম আলী চৌধুরী বাড়ির আবুল হাশেমের ছেলে রহিম ইয়াবা সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দিয়েছেন। তার মোবাইলে ৪০ জন ইয়াবাসেবী যোগাযোগ করেছেন। তাদের শন‍াক্ত করে আটকের লক্ষ্যে  অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর ৯৫) করা হয়েছে বলে জানান ওসি।   

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।