ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর সেচে অস্ত্র উদ্ধার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
পুকুর সেচে অস্ত্র উদ্ধার! এ পুকুর সেচে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি পুকুরের পানি সেচে দেশীয় দুইটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম।

শনিবার (২১ জুলাই) গভীর রাতে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটি থেকে অস্ত্রগুলো পাওয়া যায়।

এ সময় স্থানীয় লোকজন পুকুরে নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছ পান।

একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, ওই পুকুর সন্ত্রাসীরা বেশকিছু অস্ত্র ফেলে গেছে।

পুকুরে পানি থাকায় অস্ত্র উদ্ধারে কষ্ট হচ্ছিল। পরে পানি সেচে একটি বস্তায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। পরে পুকুরে লোকজন নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছও পান।

শুক্রবার (২০ জুলাই) গভীর রাতে ওই পুকুরের পাড়ে অভিযান চালিয়ে ১৮ জন সন্ত্রাসীকে পাঁচটি কিরিচসহ আটক করেছিল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।