ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
মেয়র হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা মেয়র হজ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম: দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান মেয়র হজ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুলাই) নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নব-নির্বাচিত সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম মঞ্জু।

হজের করণীয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আবু তালেব, গরীবউল্লাহ শাহ মসজিদের খতিব ইসলামী গবেষক মাওলানা আনিসুজ্জামান, মাওলানা আবুল কাসেম আল-কাদেরী প্রমুখ।

সভায় আলেমে দ্বীনগন বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুনাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পেরেছে তারাই হজের পূর্ণলাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। মেয়র হজ কাফেলার হজযাত্রার পবিত্র মদিনা শরীফ দিয়ে শুরু করে হুজুর পাক সাল্লালাহু আলাইহিসালামের দোয়া নিয়ে হজের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাতিকতা রয়েছে।

হজের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। হজের সময় দলীয় শৃঙ্খলা, নিয়মনুবর্তিতা, স্বাস্থ্য সচেতনতা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে।

মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন বলেন, স্বল্পমুল্যে সুশৃঙ্খলভাবে, সহজে হজের করণীয় পালনে হাজীদের সেবাদানের জন্য চট্টগ্রামের প্রথম নির্বাচিত মেয়র চট্টগ্রামের অবিসংবাদিত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী সম্পূর্ণ অলাভজনকভাবে সেবামূলক প্রতিষ্ঠান মেয়র হজ কাফেলা প্রতিষ্ঠা করেছিলেন। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান অনেক কষ্ট ও চড়াই উৎরাই পার করে ২৫ বছরে পর্দাপণ করেছে। আমাদের কিছু কিছু ব্যর্থতা থাকলেও সাফল্যের পাল্লা ভারী বলেই সৌদি রাজকীয় সরকার বার বার এ সংস্থাকে সম্মাননা প্রদান করেছে। যখন এ প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল সৌদি রাজকীয় সরকারসহ দেশবাসী আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলো। মহিউদ্দিন চৌধুরীর অনেক কল্যাণকর কাজের অন্যতম এ হাজী সেবা প্রতিষ্ঠান। আমরা সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। এ কল্যাণকর সংস্থার স্থায়ীত্বের জন্য।

সাবেক সিটি মেয়র মনজুর আলম বলেন, কোন অর্থনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহ ও রাসুল সাল্লালাহু আলাইহিসালামের মেহমানদের খেদমতের জন্য এ কাফেলা চলমান আছে। যারা বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং উপদেশ দিয়ে মেয়র হজ কাফেলাকে সাহায্য করেছেন তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ বিমানের কারণে হাজীদের অবস্থান সময় কিছুটা দীর্ঘায়িত হওয়ায় তিনি সকলের নিকট দুঃখ প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় হজ কাফেলার পরিচালকদের মধ্যে মাহবুব আলম, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আব্দুল কাদের, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মুসা মিরদাদ, সংস্থার সিইও একেএম নুরুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।