ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কদম মোবারক স্কুল ভবনকে ছয় তলায় সম্প্রসারিত করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
কদম মোবারক স্কুল ভবনকে ছয় তলায় সম্প্রসারিত করা হবে কদম মোবারক এম ওয়াই (বালক-বালিকা) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন

চট্টগ্রাম: নগরের মোমিন রোডের চেরাগী পাহাড় মোড়স্থ কদম মোবারক এম ওয়াই (বালক-বালিকা) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু সম্প্রসারিত এ ভবনের উদ্বোধন করেছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৩ কাঠা জায়গার ওপর নির্মিত ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারণ করা হয়েছে।

ধারাবাহিকভাবে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ভবনটির ছয় তলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। আগামী অক্টোবর মাসে এ সম্প্রসারণ কাজ শুরু হবে।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কদম মোবারক স্কুল ভবন সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কক্ষ সংকট সমস্যার সমাধান হয়েছে। সরকারের বদান্যতায় চট্টগ্রাম নগরের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সাংসদের আন্তরিক সহযোগিতা এ ব্যাপারে নেপথ্য শক্তি হিসেবে ভূমিকা রাখছে।

শিক্ষকদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা দানের ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারলেই জ্ঞান তথা শিক্ষার্জনের সফলতা মিলবে। মেয়র শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানের আহ্বান জানান।

সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি বলেন, চট্টগ্রাম নগরের প্রায় ৪৫টি স্কুল, মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরমধ্যে বেশ কিছু প্রকল্প চলতি বছরে সমাপ্ত হওয়ার পথে। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের আরও উদ্যোগী হতে বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শিক্ষা প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জহুর, শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. দিলদার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।