ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় শিবিরের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
সাতকানিয়ায় শিবিরের সভাপতি গ্রেফতার সাতকানিয়া ইউনিয়ন সভাপতি বেলাল মেম্বার

চট্টগ্রাম: অভিযান চালিয়ে শিবিবের ১৬ নম্বর সাতকানিয়া ইউনিয়ন সভাপতি বেলাল মেম্বারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেলাল মেম্বার একই এলাকার আনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, ‘অভিযান চালিয়ে শিবিরের অস্ত্রধারী ক্যাডার বেলাল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ ১০টি মামলা রয়েছে। ’

এছাড়া গত ২৪ ঘন্টায় চারটি মাদক মামলায় ৯ জন, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে ২৫ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।



বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।