ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলা একাডেমির নির্বাচনে ১০ পদে প্রতিদ্বন্দ্বী ৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
শিল্পকলা একাডেমির নির্বাচনে ১০ পদে প্রতিদ্বন্দ্বী ৫১ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি

চট্টগ্রাম: ১৬ বছরের পুরনো অ্যাডহক কমিটি বিলীন হয়ে অবশেষে নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নতুন কার্য নির্বাহী কমিটি গঠিত হতে হচ্ছে। এ লক্ষে শনিবার (২১ জুলাই) সকাল নয়টা থেকে ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে দশটি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫১ পদপ্রার্থী। এর মধ্যে সহ-সভাপতির ২টি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদকের ২টি পদে ৯ জন এবং কার্যকরী সদস্যের ৫টি পদে ৩২ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


জেলা শিল্পকলা একাডেমির নির্ব‍াচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। এদিকে, নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও আশপাশে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
পদপ্রার্থীদের পোস্টার ও ব্যানারে শিল্পকলা একাডেমিতে সাজ সাজ রব। নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়া শুরু করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিন জন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনিত হবেন।

জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান।

জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে লাইনে দাঁড়িয়েঝেন ভোটাররা।  ছবি: উজ্জ্বল ধরজেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে ১০টি পদে ৫১ পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল ৯টা থেকে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। নির্ধারিত ব্যালেট পেপারের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ৬৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটাররা সহ-সভাপতি পদে সর্বোচ্চ দুটি, সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ দুটি ও কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ পাঁচটি ভোট দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।