ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে শুরু তাঁতবস্ত্র মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে শুরু তাঁতবস্ত্র মেলা আউটার স্টেডিয়ামে তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: দেশীয় তাঁতবস্ত্র ও হস্তশিল্প সামগ্রীর শতাধিক স্টল নিয়ে নগরের আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী জমজমাট মেলা।

শুক্রবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামদানি ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মেলার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, বর্তমান সরকার তাঁতশিল্পের উন্নয়নে প্রায় বন্ধ হয়ে যাওয়া তাঁত কারখানা সক্রিয়করণের উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের ফলশ্রুতিতে সরকার তাঁতশিল্পীদের আর্থিক প্রণোদনাসহ ব্যাপক পরিকল্পনা নিয়েছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বরুপ ইতোমধ্যে জামদানির বয়ন পদ্ধতি ইউনেস্কো কর্তৃক কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বর্তমান যান্ত্রিক সময়ের নানা ধরনের ভিনদেশীয় বস্ত্রের ভিড়ে আমাদের দেশীয় তাঁতশিল্প প্রায় বিলুপ্ত হতে বসেছে। একে একে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত কল। তাঁতশিল্পীরা হয়ে পড়েছে কর্মহীন। নানা প্রতিকূলতার মধ্যেও বংশগত ঐতিহ্য বুকে ধারণ করে কিছু কিছু অঞ্চলে এখনো তাঁতশিল্পীরা কাপড় বুনছেন। এ শিল্পের সমৃদ্ধির জন্য বর্তমান সরকার তাঁত শিল্প কারখানার মালিককে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাই তাঁতকল এখন আর তাঁতশিল্পীদের গলার ফাঁস নয়।

মেয়র বলেন, বাংলার শিল্প, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও সর্বোপরি কারিগরি সূচারুতার মেলবন্ধন বাংলাদেশের পোশাকশিল্প। বাংলাদেশি জামদানি কাপড়ের পরতে পরতে লুকিয়ে আছে যেমন ঐতিহ্যের ইতিবৃত্ত তেমনি ঠাস বুনটের জালে আটকে গেছে যেন বাঙালিয়ানার নিপুণ আবেগ ও স্বপ্নের মিশেল।

এ প্রসঙ্গে তিনি ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহী সিল্ক কিংবা মিরপুরের বেনারসি শৈল্পিক আভিজাত্যের উদাহরণ তুলে ধরেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, রাজনীতিক জসিম উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান ফেরদৌস, মোরশেদুল আলম, শাহেদ মুরাদ শাকু, বাংলাদেশ জামদানি ম্যানুফাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হান্নান শিকদার, শহীদ আকতার বাবুল, শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।