ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইলিশের কেজি ২২০০ টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
ইলিশের কেজি ২২০০ টাকা! ১ হাজার ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২২০০ টাকা!

চট্টগ্রাম: ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ‘মাছের রাজা’ ইলিশ। কাঁচাবাজারে ১ হাজার ৩০০ গ্রামের চেয়ে বেশি ওজনের ইলিশের দাম কেজি প্রতি ২ হাজার ২০০ টাকা হাঁকছেন বিক্রেতারা।

শুক্রবার (২০ জুলাই) নগরের কাজীর দেউড়ি বাজার ঘুরে ইলিশের দামের এ চিত্র দেখা গেছে।

মাছ বিক্রেতারা জানান, বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে।

তবে সরবরাহের চেয়ে চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা তাদের।
এ কারণেই ঊর্ধ্বমুখী ইলিশের দাম।

ভরা মৌসুমেও খুলনায় কমছে না ইলিশের দাম

বড় ইলিশের দাম বেশি হলেও ছোট ইলিশ বিক্রি হচ্ছে কম দামে। ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা এবং ৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু ইলিশ নয়, বেড়েছে অন্যান্য মাছের দামও। বড় কাতলা মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা, কার্ফ মাছ কেজিতে ২০০ টাকা, রুই ৩৫০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, লইট্টা মাছ ২০০ টাকা এবং বাটা মাছ ৪০০ টাকা।

বেড়েছে সবজির দামও। প্রতি কেজি বেগুন ৫০ টাকা, ঝিঙে ও কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৭০, চিচিঙা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, তিতকরলা ৫৫-৬০ টাকা, কাঁচা কুমড়া ৫৫-৬০ টাকা, শসা ৫০ টাকা, সিম ১৭০ টাকা, টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রায় অপরিবর্তিত মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস হাড়ছাড়া ৬৫০ টাকা, হাড়সহ ৫৫০ টাকা, খাসি প্রতিকেজি ৭২০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা, সোনালি জাতের মুরগি ৩২০ টাকা ও দেশি মুরগি ৪২০ টাকা বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ কেজি প্রতি ১১০ টাকা, লেবু জোড়া প্রতি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।