ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্থাপত্য শিল্পে ভারতে সম্মাননা পাচ্ছেন স্থপতি প্রভাকরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
স্থাপত্য শিল্পে ভারতে সম্মাননা পাচ্ছেন স্থপতি প্রভাকরণ

চট্টগ্রাম: স্থাপত্য শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বৌদ্ধ ধর্ম ও ভারত সংস্কৃতির মুখপত্র 'নালন্দা'র সম্মাননা পাচ্ছেন তরুণ স্থপতি প্রভাকরণ বড়ুয়া শানুসহ আরও সাত গুণীজন।

রোববার (২২ জুলাই) ভারতের কলকাতার মহাবোধি সোসাইটিতে এ সম্মাননা দেওয়া হবে।

বিদর্শন ধ্যানচর্চা বিষয়ক আলোচনা, স্মরণসভা ও সম্মাননা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ সংঘপাল মহাস্থবির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন কলকাতার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ড. সুকোমল চৌধুরী।

সভায় বিশেষ অতিথি থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রধান ড. শ্বাশতী মুৎসুদ্দী, অধ্যাপক ড. জয়ন্ত চ্যাটার্জী প্রমুখ।

 

আহসান উল্লাহ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী তরুণ স্থপতি প্রভাকরণ ইতিমধ্যে স্থাপত্যে শিল্পে সুনাম অর্জন করেছেন। বর্তমানে সিপিডিএল'র আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন। স্থপতি প্রভাকরণ বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জ্ঞানদারঞ্জন বড়ুয়ার ছোট ছেলে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।