ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইলহাম হত্যা মামলা তদন্ত করবে সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ইলহাম হত্যা মামলা তদন্ত করবে সিআইডি

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় স্কুলছাত্রী ইলহাম বিনতে নাছির (১১) হত্যা মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৯ জুলাই) ইলহাম হত্যা মামলার তদন্তভার চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগ বরাবর চিঠি পাঠিয়েছে পুলিশের এ সংস্থা।

আরও পড়ুন>> ** ইলহাম হত্যায় গ্রেফতার রাজুর দুইদিনের রিমান্ড

বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বাংলানিউজকে বলেন, ইলহাম হত্যা মামলার তদন্তভার চেয়ে বৃহস্পতিবার আমাদের কাছে চিঠি পাঠিয়েছে সিআইডি।

প্রক্রিয়া শেষে মামলাটি শিগগির তাদের কাছে হস্তান্তর করা হবে।

এস এম মোস্তাইন হোসেন বলেন, ইলহাম হত্যায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের।

গত ২৭ জুন সকালে নগরের পশ্চিম বাকলিয়া সৈয়দশাহ রোডের ল্যান্ডম্যার্ক সোসাইটি এলাকার এমএস লায়লা ভবনের ৬ষ্ঠ তলায় নিজ বাসায় খুন হন স্কুল শিক্ষার্থী ইলহাম বিনতে নাছির। ইলহাম সাতকানিয়া ঢেমশা এলাকার মো. নাছির উদ্দিনের মেয়ে। নাছির উদ্দিন সৌদি আরব প্রবাসী। ইলহাম মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

২৯ জুন ইলহাম হত্যার ঘটনায় রিজুয়ান কবির রাজু (২৬) নামে এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। রিজুয়ান কবির রাজু খুন হওয়া ইলহাম বিনতে নাছিরের চাচির ছোট ভাই। তিনি চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ আইনজীবী।

এ হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি ছায়া তদন্ত করে আসছিল সিআইডি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।