ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল চট্টগ্রাম কলেজে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম কলেজ এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভালো ফলাফল করেছে বলে মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. একে ফজলুল হক।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণার পর বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ উভয় দিকে প্রথম হয়েছে চট্টগ্রাম কলেজ।

বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ৮৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৬৭ জন। পাসের হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন। গত বছরের চেয়ে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

অধ্যক্ষ বলেন, সারাদেশে ভালো কলেজগুলোর মধ্যে একটি চট্টগ্রাম কলেজ। বরাবর ভালো ফলাফল করে আসছে। গত বছরের চেয়ে এ বছর আরও ভালো করেছে।

তিনি বলেন, বিজ্ঞান ও মানবিক বিভাগ মিলিয়ে এবার ৪৯৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকরা খুব আন্তরিক ছিলেন। অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষেত্রে সচেতন ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীরাও ঠিকমতো লেখাপড়া করেছে বলেই ভালো ফলাফল করতে পেরেছে। কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এইচএসসিতে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।