ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ চারা রোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
চট্টগ্রামের ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ চারা রোপণ চট্টগ্রামের পিটিআই ক্যাম্পাসে চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম: নগরের ৯টি থানা ও ১৫ উপজেলার ৩ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৬ হাজার ৮৯৯টি চার‍া রোপণ করেছে বন বিভাগ। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের সহযোগিতায় এসব চারা রোপণ করা হয়।

বুধবার (১৮ জুলাই) দুপুর ১২টায় আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এ কর্মসূচির সূচনা করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক জগলুল হোসেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর বৃক্ষমেলা উপলক্ষে সারা দেশে ৩০ লাখ চারা রোপণের সিদ্ধান্ত নেয় সরকার। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার (১৮ জুলাই) এসব চারা রোপণ করা হয়।

এরই অংশ হিসাবে চট্টগ্রামে ১ লাখ ৬ হাজার ৮৯৯টি চারা রোপণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।