ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে স্বর্ণসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
শাহ আমানতে স্বর্ণসহ যাত্রী আটক প্রতীকী

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৭০ গ্রাম স্বর্ণসহ রমজান আলী নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে নয়টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সারজাহ থেকে ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির রমজান আলী নামের ওই যাত্রীকে চ্যালেঞ্জ করেন কাস্টম কর্মকর্তারা।

প্রথমে তিনি অস্বীকার করেন। এরপর এক্স-রে করা হয়।
তখন রমজানের মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, রমজান আলীর শরীর থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। আটক স্বর্ণের আনুমানিক দাম প্রায় ৫০ লাখ টাকা।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টম হাউসের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।