ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামিন জালিয়াতি করে মুক্তি, ফের গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জামিন জালিয়াতি করে মুক্তি, ফের গ্রেফতার  গ্রেফতার হওয়া মো. রাসেল (৩১)

চট্টগ্রাম: হাইকোর্টের আদেশ জালিয়াতি করে জামিনে মুক্ত হওয়া মো. রাসেল (৩১) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) ভোররাতে নগরের মিয়াখাননগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা।  

মো. রাসেল বাকলিয়া চাক্তাই নয়া মসজিদ এলাকার ফজল আহমদের ছেলে।

 

নোবেল চাকমা জানান, মো. রাসেল ও আহমেদ নূর নামে দুজনকে ২০১৬ সালের ১৭ আগস্ট নগরের কদমতলী এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যা ব। ওই মামলায় টানা ১ বছর ৮ মাস জেল খাটেন রাসেল।

সেখানে একটি জালিয়াত চক্রের সঙ্গে রাসেলের পরিচয় হয়। জামিন পাইয়ে দেওয়ার জন্য ১৭ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয় রাসেল। ওই চক্র হাইকোর্টের ভুয়া জামিননামা নিম্ন আদালতে দাখিলের পর রাসেল ও আহমেদ নূর জামিন পান। বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর জামিন আদেশের নথি ও মামলার নথি তলব করা হয়। তখন জালিয়াতির সত্যতা পেয়ে হাইকোর্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তখন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad