ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার ইয়াবাসহ গ্রেফতার তারেক জামাল (৪৮)

চট্টগ্রাম: ৫ হাজার পিস ইয়াবাসহ তারেক জামাল (৪৮) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা।

তারেক জামাল নারায়নগঞ্জ জেলার চাষারা এলাকার ফরক আলীর ছেলে।

তিনি গ্রেফতারের পর নিজেকে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ঢাকা বিভাগীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

নোবেল চাকমা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে তারেক জামালকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

তারেক জামাল দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করে আসছেন বলে জানান নোবেল চাকমা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad