ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‍খুলশীতে রিজার্ভ ট্যাংকে মা-মেয়ের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
 ‍খুলশীতে রিজার্ভ ট্যাংকে মা-মেয়ের মরদেহ আমবাগানে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের খবরে কৌতূহলী মানুষের ভিড়। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকার একটি রিজার্ভ ট্যাংক থেকে মা মনোয়ারা বেগম (৯৭) ও মেয়ে শাহ মেহেরুন নেছা বেগম (৬৭) মরদেহ পেয়েছে পুলিশ। মনোয়ারা বেগম ফজলুর রহমানের স্ত্রী।

রোববার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধারে কাজ শুরু করে।

মা ও মেয়ের মরদেহ উদ্ধার পর স্বজনদের আহাজারি।                     <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-67820180715143112.jpg" style="margin:1px; width:100%" />

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মেহেরুন নেছা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর নিয়েছিলেন।

ভবনটি তার নামে ছিল।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।