ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকান-আড়ত বন্ধ রেখে মানববন্ধন ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
দোকান-আড়ত বন্ধ রেখে মানববন্ধন ব্যবসায়ীদের দোকান-আড়ত বন্ধ রেখে মানববন্ধন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাট ও দাউদকান্দি এলাকায় গাড়ির ওজন পরিমাপক যন্ত্র স্থায়ীভাবে বন্ধের দাবিতে দোকান-আড়ত বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

রোববার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে আন্দরকিল্লার সিটি করপোরেশন ভবনের সামনে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

মানববন্ধন চলাকালে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ বলেন, বড় দারোগাহাট ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা ১৩ টনের বেশি পণ্য পরিবহন করতে পারছেন না।

আগে একেকটি গাড়িতে ২০-৩০ টন পণ্য পরিবহন করা হতো। এর ফলে পণ্যের দাম বাড়ছে।
ব্যবসায়ীরা লোকসান দিচ্ছেন। তাই আমাদের ডাকে বৃহত্তর চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জ-টেরিবাজার-মাঝিরঘাটের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে অংশ নিচ্ছেন।  

চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বাংলানিউজকে বলেন, ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আড়ত বন্ধ রেখে মানববন্ধন করছি।

মানববন্ধনে অংশ নেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সিমেন্ট আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতি, রাইচ মিল মালিক সমিতি, নবী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, ইলিয়াস মার্কেট ব্যবসায়ী সমিতি, খাতুনগঞ্জ চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপ, বৃহত্তর চাক্তাই খাতুনগঞ্জ শ্রমিক সমিতিসহ অন্তত ২০টি সংগঠনের কর্মকর্ত‍া, ব্যবসায়ী-কর্মচারীরা।     

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।