ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত নগরের বিভিন্ন সড়ক রথযাত্রা প্রদক্ষিণ করে । ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: রথযাত্রাকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।শনিবার (১৪ জুলাই) নগরের ইসকন প্রবর্তক মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, জাতিগত বিদ্বেষ, হিংসা, হানাহানিতে সারা বিশ্ব যখন বিভ্রান্ত তখন রথযাত্রা উৎসব বিশ্বভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।  

নগরের বিভিন্ন সড়ক রথযাত্রা প্রদক্ষিণ করে ।                     <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-r220180714191346.jpg" style="margin:1px; width:100%" />অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, নীলু রাগ, ইসকন চট্টগ্রামের কর্ণধার লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী প্রমুখ।

নগরের বিভিন্ন সড়ক রথযাত্রা প্রদক্ষিণ করে ।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-r320180714191429.jpg" style="margin:1px; width:100%" />এর আগে ভোরে মঙ্গলারতির মাধ্যমে রথযাত্রা উৎসবের সূচনা করা হয়। পরে নানা আয়োজনের মধ্য দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই, ১৪, ২০১৮
এমআর/টসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর