ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে আব্দুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (১৩ জুলাই) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাদ্দাম বৈরাগ বাংলানিউজকে বলেন, বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন আব্দুর রহমান। এসময় বন্যহাতির অক্রমণে মৃত্যু হয় তার।

তিনি বলেন, বাঁশখালী থেকে আনোয়ারার দেয়াং পাহাড়ে কিছু বন্যহাতি আশ্রয় নেয়। তারাই মূলত এলাকায় মানুষের ক্ষয়-ক্ষতি করছে।

‘হাতিগুলোকে বন বিভাগের পক্ষ থেকে দ্রুত সরিয়ে নেওয়া উচিত। অন্যথায় ক্ষয়-ক্ষতি আরও বেশি হবে। ’ বলেন সাদ্দাম বৈরাগ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad