[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ২ শ্রাবণ ১৪২৫, ১৭ জুলাই ২০১৮

bangla news

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১১ ৯:৫৮:৪১ পিএম
প্রতীকী

প্রতীকী

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় একটি ভবন থেকে পড়ে মো. কাউছার (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) বাকলিয়ার ছৈয়দ শাহ রোডের ৪ তলা একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমির উদ্দিন।

আমির উদ্দিন বাংলানিউজকে জানান, ৪ তলা একটি ভবনে কাজ করছিলেন কাউছার। সেখান থেকে অসাবধানতা বশত নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউছার ভূজপুর থানার শোয়াবিল এলাকার মো. মোস্তফার ছেলে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa