[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ শ্রাবণ ১৪২৫, ২১ জুলাই ২০১৮

bangla news

বন্দরে ২ কোটি ৩২ লাখ টাকার পণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১১ ৬:০৫:২৮ পিএম
বন্দরে ২ কোটি ৩২ লাখ টাকার পণ্য আটক করেছেন শুল্ক গোয়েন্দারা

বন্দরে ২ কোটি ৩২ লাখ টাকার পণ্য আটক করেছেন শুল্ক গোয়েন্দারা

চট্টগ্রাম: চীন থেকে ৫৪ হাজার ৪৪৬ কেজি ব্যাটারি ট্রাইসাইকেল স্পেয়ার পার্টস, নাট-বল্টু, স্প্রিং, ক্যাবল, লাইট, স্পিকার, টুল বাক্স, বাম্পার, রুফ ফ্রেম আমদানির ঘোষণা দিয়েছিল ঢাকার কুদরাত-এ-খুদা সড়কের প্রাইম ট্রেডিং। ঘোষণা অনুযায়ী ১ কোটি ১৩ লাখ টাকার পণ্য হিসাব করে শুল্ক কর আসে ৩০ লাখ টাকা।

ঘোষণার দ্বিগুণ পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করে দেয় শুল্ক গোয়েন্দারা। নিয়ম অনুযায়ী আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের সদরঘাট সড়কের একে এন্টারপ্রাইজ, কাস্টম হাউসসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় পাওয়া যায় ৯১ ‍হাজার ৭৬৬ কেজি পণ্য। ঘোষণার চেয়ে বেশি পাওয়া যায় ৫৭ হাজার ৯৫২ কেজি।

শুল্ক গোয়েন্দা’র চট্টগ্রাম কার্যালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ওই চালানটির কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের মূল্য দাঁড়ায় ১ কোটি ৬৫ লাখ টাকা। শুল্ক কর আসে ৭২ লাখ টাকা। রাজস্ব ফাঁকির চেষ্টা ছিল ৪২ লাখ টাকা। শুল্ক করসহ পণ্যমূল্য দাঁড়ায় ২ কোটি ৩২ লাখ টাকা।

তিনি জানান, এ বিষয়ে ন্যায়-নির্ণয়সহ শুল্ক-করাদি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাস্টম হাউস কমিশনারের কাছে বুধবার (১১ জুলাই) প্রতিবেদন দিয়েছে শুল্ক গোয়েন্দা।       

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বন্দর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa