ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‍্যাংকস এফসি’র মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
র‍্যাংকস এফসি’র মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে রেনকন হোল্ডিংস এর অঙ্গ প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড।

চট্টগ্রাম: করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে জুলাই মাস জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে রেনকন হোল্ডিংস এর অঙ্গ প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা এবং এ বৈশ্বিক সংকট থেকে উত্তরণে সবাইকে সচেতন করতে এ ধরণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নগরের ওয়ার্লেস ঝাউতলা উচ্চবিদ্যালয় মাঠে 'ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান' শিরোনামে মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেন র‍্যাংকস এফসি'র সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।

 

এসময় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, স্কুল পরিচালনা কমিটির হেড অব ফিন্যান্স নুরুল মোস্তফা, র‍্যাংকস এফসি’র জিএম (কনস্ট্রাকশন) দিলদার হোসেন, জিএম (সেল্স) মাহফুজুল বারী, ডিজিএম (ফিন্যান্স) হানিফ বিল্লাহ, এজিএম (এডমিন অ্যান্ড এইচআর) জাবেদুর রহমান, সিনিয়র ম্যানেজার (সেলস) মহিউদ্দীন, সিনিয়র ম্যানেজার (রিয়েল এস্টেট কনস্ট্রাকশন) দেবাশীষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর শাহরিয়ার রিমন বলেন, গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়।

অথচ আমাদের দেশে বনভূমি আছে মাত্র ৮ থেকে ৯ শতাংশ। পরিবেশ রক্ষায় যেখানে প্রয়োজন ২৫ শতাংশ সবুজ বনভূমি। তাই র‍্যাংকস এফসি মাসব্যাপী এলাকা ভিত্তিক সবুজায়নে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, প্রথম দফায় ফলদ, ওষুধি, দ্রুত বর্ধনশীল, কাঠ প্রজাতির বিভিন্ন রকম গাছ লাগানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।