ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএসসিআরে এক লাইসেন্সে ২ ফার্মেসি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
সিএসসিআরে এক লাইসেন্সে ২ ফার্মেসি! সিএসসিআরে র‌্যাবের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে একটি ফার্মেসির লাইসেন্স নিয়ে দুইটি ফার্মেসি পরিচালনা করে আসছিলো।রোববার (০৮ জু্লাই) বিকেলে র‌্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সমন্বয়ে অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালত এমন অনিয়ম পান।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করছেন ঢাকার স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান ও ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান।

গুলশান জাহান বাংলানিউজকে বলেন, সিএসসিআর হাসপাতালে দুইটি ফার্মেসি রয়েছে। একটি নিচতলায় এবং অপরটি সপ্তম তলায়।

এরমধ্যে নিচতলার ফার্মেসির লাইসেন্স থাকলেও সপ্তম তলার ফার্মেসির কোন লাইসেন্স নেই।  

এছাড়াও আরো বেশকিছু অনিয়ম পাওয়া গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জু্লাই ০৮, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।