ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেই ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
সেই ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ত্রুটিপূর্ণ লাইসেন্সে অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালিত নগরের মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১০ লাখ টাকা জরিমানা করেছেন। 

রোববার (০৮ জুলাই) সকালে শুরু হওয়া অভিযান চলে বিকেল তিনটা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

অভিযানে সহযোগিতা দিচ্ছেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ।

অভিযানকালে হাসপাতালটির রোগ নিরুপণ কেন্দ্র (ল্যাব), ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম দেখতে পান ম্যাজিস্ট্রেট।

 

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১৫ দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ত্রুটি-অনিয়ম সংশোধনের নির্দেশ দেন ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে।

ম্যাক্স’র ল্যাবে পরীক্ষা হয় না, রিপোর্ট হয়!
দুই বছর লাইসেন্সবিহীন ম্যাক্স হাসপাতালের ফার্মেসি
সেই ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযান

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮

‌এআর/জেইউ/এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।