ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিধান-ফয়সলদের কারণে চিকিৎসায় আস্থা হারাচ্ছে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
বিধান-ফয়সলদের কারণে চিকিৎসায় আস্থা হারাচ্ছে মানুষ সীতাকুণ্ডে রাইফার খুনিদের বিচার দাবিতে সাংবাদিক জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম

চট্টগ্রাম: হাসিখুশি শিশু রাইফাকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বন্ধ করতে হবে ম্যাক্স হাসপাতালের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনহীন সব হাসপাতাল। বিধান চৌধুরী, ফয়সল ইকবালের মতো চিকিৎসকদের কারণেই এখন সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ চিকিৎসকরাও বিদেশে গিয়ে প্রাণ বাঁচান।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক জনতার মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

পৌরসদরের কলেজ রোড চত্বরে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, ধর্মীয় সংগঠনের নেতা, এনজিওকর্মী, শিক্ষক প্রতিনিধিসহ সর্বস্তরের জনতা।

তারা সংহতি প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন।

প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও নারীনেত্রী সুরাইয়া বাকের, মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শিক্ষকনেতা জাহাঙ্গীর ভূঁইয়া, দীপক ভট্টাচার্য, প্রধান শিক্ষক জাফর সাদেক, বর্ণালী ক্লাবের সাধারণ সম্পাদক একেএম মসিউদ্দৌলা, পূজা কমিটির সেক্রেটারি স্বপন কুমার বণিক, সাবেক সভাপতি অধ্যাপক রঞ্জিত কুমার সাহা,  প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র দাস, তালুকদার নির্দেশ বড়ুয়া, খোরশেদ আলম, দিদার হোসেন টুটুল, দেলোয়ার হোসাইন, সাইফুল মাহমুদ, কামরুল ইসলাম দুলু, স্বপ্নিল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউল হাকিম আরিফ, মনীষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।