ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জালে আটকা পড়লো ১৬ কেজির অজগরটি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
জালে আটকা পড়লো ১৬ কেজির অজগরটি! জালে আটকা পড়লো ১৬ কেজির অজগরটি!

চট্টগ্রাম: বানের পানিতে মাছ ধরার আশায় বসানো জালে ধরা পড়েছে ৬ ফুট লম্বা, ১৬ কেজি ওজনের অজগর সাপ। সাম্প্রতিক পাহাড়ি ঢলে সাপটি লোকালয়ে নেমে এসেছিল বলে ধারণা স্থানীয় লোকজনের।

সোমবার (২৫ জুন) রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় অজগরটি ধরা পড়ে।

এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপে সাপটি হস্তান্তর করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের কাছে।

তিনি পাঠিয়ে দেন ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি অফিসার মো. শাহাদাত হোসেন শুভ বাংলানিউজকে জানান, রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তার পাঠানো অজগর সাপটি বেলা দেড়টায় গ্রহণ করা হয়।

এটি ৬ ফুট লম্বা। ১৬ কেজি ওজন। এ সময় সাপটির পেট ছিল ভরা। হয়তো প্রচুর মাছ খেয়েছে। তাই দ্রুত চটের বস্তা থেকে অবমুক্ত করে খাঁচায় রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৯ জুন) রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ায় এক প্রবাসীর বাড়িতে মুরগি খেতে আসা আরেকটি অজগর ধরা পড়েছিল।

মুরগি খেতে এসে ধরা ১২ ফুট লম্বা অজগর!

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।