ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখান বাজারে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
লালখান বাজারে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের লালখান বাজার এলাকা থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুন) অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

অভিযানে নগরের লালখান বাজার মোড় সংলগ্ন ফুটপাত, ডিটি রোডের মুনসুরাবাদ এলাকা ও সাগরিকা রোডের ফুটপাতের ওপর অবৈধভাবে দখল করে গড়ে উঠা শতাধিক ভাসমান দোকানপাট ও দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। ওইসব এলাকার ফুটপাত ও নালা অবৈধ দখলমুক্ত করা হয়।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।