ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা মামলায় সমর চৌধুরীর জামিন, অস্ত্র মামলায় নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
ইয়াবা মামলায় সমর চৌধুরীর জামিন, অস্ত্র মামলায় নামঞ্জুর

চট্টগ্রাম: ইয়াবার মামলায় জামিন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরী (৬৩)। তবে অস্ত্র উদ্ধারের মামলায় তাকে জামিন দেননি আদালত।

রোববার (২৪ জুন) বিকেলে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও  সমর চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, আদালত ইয়াবা উদ্ধারের মামলায় সমর চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন।

তবে অস্ত্র উদ্ধারের তাকে জামিন দেননি।  

আদালতের বাইরে উপস্থিত সমর চৌধুরীর মেয়ে তমালিকা চৌধুরী বাংলানিউজকে বলেন, বাবা অসুস্থ তবুও আদালত জামিন নামঞ্জুর করেছেন।

বাবাকে নিয়ে ভয়ে আছি কোনো দুর্ঘটনা হয়ে যায় কি না। ওনার শারিরীক অবস্থা খুব খারাপ।  

তিনি বলেন, বাবার ডায়াবেটিস, শ্বাসকষ্ট রয়েছে। ওষুধ খাচ্ছেন, তবুও ভালো হচ্ছেন না।

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের সমর কৃষ্ণ চৌধুরীকে গত ২৮ মে ‘অস্ত্র ও ইয়াবা উদ্ধারের’ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বোয়ালখালী থানা পুলিশ।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সঙ্গে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করে আসছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।