ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নকাজের সমন্বয়ের লক্ষ্যে চসিকে সভা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
উন্নয়নকাজের সমন্বয়ের লক্ষ্যে চসিকে সভা শুরু উন্নয়নকাজের সমন্বয় সভায় সভাপতিত্ব করছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বিভিন্ন সেবা সংস্থার উন্নয়নকাজের সমন্বয়ের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে সমন্বয়সভা শুরু হয়েছে। রোববার (২৪ জুন) বেলা ১২টায় চসিকের সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভাটি শুরু হয়। 

সভায় বিভিন্ন সেবা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত আছেন।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্প, বিভিন্ন সংস্থা কর্তৃক রাস্তা কর্তন, নগরের বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন, বিআরটিএর অনুমোদনবিহীন গাড়ি চলাচলের ফলে যানজট এবং পাহাড় ব্যবস্থাপনা বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চসিকের প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, স্থানীয় সরকার মন্ত্রনালয় চট্টগ্রামের ডেপুটি ডাইরেক্টর ইয়াসমিন পারভীন তিবরিজি, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক, রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন লিমিটেডের ডিজিএম প্রকৌশলী আমিনুর রহমান, বিটিসিএলের প্রকৌশলী প্রবাল কুমার শীল, বিআরটিএ’র মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী লিয়াকত শরিফ খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে সভায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে আলোচনার কথা থাকলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম আসেননি।

এমনকি কোনো প্রতিনিধিও সভায় উপস্থিত হননি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘন্টা, জুন ২৪, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad