ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দাম বেড়েছে, স্থিতিশীল মাছের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
সবজির দাম বেড়েছে, স্থিতিশীল মাছের দাম সাম্প্রতিক ভারী বর্ষণের প্রভাবে বেড়েছে সবজির দাম। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সাম্প্রতিক ভারী বর্ষণের প্রভাব পড়েছে সবজির বাজারে। তাই সবজির দাম বাড়লেও মাছের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (২২ জুন) সকাল ১০টায় কাজীর দেউড়ি বাজারে গিয়ে দেখা যায় এ চিত্র।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের আগে ভারী বর্ষণে সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।

ফলে বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।

বাজারে দেখা যায়, তিতকরলা বিক্রি হচ্ছে কেজি ৭০ টাকা, চিচিঙা ৩৫ টাকা, বরবটি ৭০ টাকা, ঝিঙে ৫৫ টাকা, ঢ্যাঁড়স ৬৫ টাকা, লাউ ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও মিষ্টিকুমড়া ৩০ টাকা।

আবুল কাশেম নামে এক পাইকারি ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, ঈদের আগে ভারী বৃষ্টিপাতে স্থানীয় পর্যায়ে ফসলের ক্ষতি হয়েছে। তাই সবজির সরবরাহ কমে গেছে। ফলে বেড়ে গেছে সবজির দাম।

মাছের দাম স্বাভাবিক রয়েছে। তেলাপিয়া মাছ কেজিতে বিক্রি হচ্ছে ১৫০ টাকা, কাতলা ৩৫০ টাকা, রুই ৩০০ টাকা, লইট্টা মাছ ১৪০ টাকা, মলা মাছ কেজি ৪৪০ টাকা, বড় চিংড়ি ১ হাজার ২০০ টাকা ও ছোট চিংড়ি ৩৫০ টাকা।

বাজারে গরুর মাংস হাড়সহ ৫০০ টাকা, রান কাটা মাংস ৬০০ টাকা ও খাসির মাংস ৭২০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।