ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মাদক সংশ্লিষ্ট’ পু্লিশ সদস্যদের বিরুদ্ধে হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
‘মাদক সংশ্লিষ্ট’ পু্লিশ সদস্যদের বিরুদ্ধে হুঁশিয়ারি জেলা পু্লিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা, ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘মাদক সংশ্লিষ্ট’ পু্লিশ সদস্যদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম জেলা পু্লিশ সুপার (এসপি) নুরেআলম মিনা।

বৃহস্পতিবার (২১ জুন) হালিশহরে জেলা পু্লিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিষয়টি নিশ্চিত অতিরিক্ত পু্লিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এসপি স্যার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশের কোনো সদস্যের সাথে মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি চাকরিচ্যুতি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

 

সভায় দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত কনস্টেবল বেলায়েত হোসাইনের স্ত্রী আফরোজা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া অস্ত্র, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৩২ জনকে পুরস্কৃত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপর (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঞাসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।