ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে অসুস্থ সমর চৌধুরী, উদ্বিগ্ন পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
কারাগারে অসুস্থ সমর চৌধুরী, উদ্বিগ্ন পরিবার গ্রেফতার সমর কৃষ্ণ চৌধুরী

চট্টগ্রাম: উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরী (৬৩) কারাগারে অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (২১ জুন) কারাগারে সমর কৃষ্ণ চৌধুরীর সঙ্গে দেখা করে এসে এ তথ্য জানান সমর কৃষ্ণ চৌধুরীর মেয়ে তমালিকা চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) বাবাকে দেখতে গিয়েছিলাম।

বাবা খুব অসুস্থ। মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তিনি বলেন, বাবার ডায়াবেটিস, শ্বাসকষ্ট রয়েছে। ওষুধ খাচ্ছেন, তবুও ভালো হচ্ছেন না। আমাদের সঙ্গে দেখা করার সময় কয়েকবার পড়েও যান বাবা।

তমালিকা বলেন, ২৪ জুন বাবার জামিন শুনানি রয়েছে। এ ষড়যন্ত্রমূলক মামলায় বাবা যদি জামিন না পান তাহলে হয়তো উনাকে আমরা আর ফিরে পাবো না। উনার স্বাস্থ্য ও মানসিক অবস্থা দুইটাই খারাপ।

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের সমর কৃষ্ণ চৌধুরীকে গত ২৮ মে ‘অস্ত্র ও ইয়াবা উদ্ধারের’ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বোয়ালখালী থানা পুলিশ।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সঙ্গে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করে আসছে তার পরিবার।

আ.লীগ নেতাকে মাদক-অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
আ.লীগ নেতা সমর চৌধুরীকে অস্ত্র-ইয়াবায় ফাঁসানোর নেপথ্যে​

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।