ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘অনিয়ন্ত্রিত’ মোটরসাইকেল: জব্দ ১৫, মামলা ৮২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
‘অনিয়ন্ত্রিত’ মোটরসাইকেল: জব্দ ১৫, মামলা ৮২ তিন দিনে ৩৯০টি মোটরসাইকেল চেক করেছে কোতোয়ালী থানা পুলিশ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন জায়গায় গত তিন দিন অভিযান চালিয়ে ১৫টি মোটরসাইকেল জব্দ ও ৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) রাতে বাংলানিউজকে এসব তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, কোতোয়ালী থানার কাজীর দেউড়ি, নিউমার্কেট, সিআরবি, আলকরণ মোড়সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে অবৈধ ও অনিয়ন্ত্রিত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা।

তিনি বলেন, গত তিন দিনে ৩৯০টি মোটরসাইকেল চেক করেছি। এর মধ্যে ৮২টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি নগরে অবৈধ মোটরসাইকেল বৃদ্ধি, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালানো, কিশোর অপরাধ বৃদ্ধি, এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ অভিযান।

অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল ব্যবহারের সুযোগ না দিতে পরিবারের প্রতি আহ্বান জানান তিনি।

নিয়মিত এ অভিযান চলবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad