ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কদলপুর স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সংবর্ধনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
কদলপুর স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সংবর্ধনা পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

চট্টগ্রাম: রাউজান উপজেলার কদলপুর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জুন) কদলপুর স্কুল অ্যান্ড কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

ঢাকার সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক বিমাবিদ এসএম ইউসুফ, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, মো. সরওয়ারুল আলম চৌধুরী, কাজী মো. আবু তাহের, মো. হারুন অর রশিদ মাতাব্বর, সংগঠনের উপদেষ্টা আবুল মনসুর চৌধুরী, এসএম শাহাবুদ্দিন, সুরঞ্জন ভট্টাচার্য, মো. ইমতিয়াজ হাসান সেলিম, মো. মোবারক শাহ চৌধুরী, মো. সাইফুদ্দিন পারভেজ, সাংবাদিক মোহাম্মদ আলী, মাস্টার মো. জসিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

কদলপুর স্কুল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্যের পরিচালনায় বক্তব্য দেন মাস্টার নুর মোহাম্মদ, ফাহিম উদ্দিন শাহ, মাস্টার মো. রফিক, এসএম হান্নান উদ্দিন, পারভেজ আলম শাহ্, নুরুল ইসলাম চৌধুরী, আবদুস ছাত্তার মিন্টু, আমিনুল হক মিন্টু, মো. জামসেদ চৌধুরী, রুবল চন্দ্র দাশ, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন, মো. আরমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, মো. ইদ্রিচ, রাজিবুল হক চৌধুরী, মো. ওসমান চৌধুরী, দেবাশীষ ভট্টাচার্য, মঈনুদ্দিন চৌধুরী, মো. কামাল হোসেন, পংকজ ভট্টাচার্য, মো. সাইফুল্লাহ আনছারী, জাবের হোসেন চৌধুরী, মো. আবদুল সালাম, মো. রবিউল হোসেন শাহ্ প্রমুখ।

সভায় কদলপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুবর্ণজয়ন্তীর অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।