ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি বলেছেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। প্রচারণা চালাতে হবে ‘মাদকে না বলুন’।

সম্প্রতি সাতকানিয়ায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

পাড়া মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে অবস্থান নিতে হবে এবং কোনো প্রকার ছাড় এ ক্ষেত্রে দেওয়া হবে না।

প্রজন্ম সামাজিক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে ফরহাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বনফুল গ্রুপের পরিচালক আব্দুস শুক্কুর, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, কিষোয়ান গ্রুপের এমডি শহীদুল ইসলাম, অধ্যক্ষ দিদারুল আলম, ছদাহা ইউপি চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, আকবর জলিল, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, মোরশেদ আলম দুলু, তৌহিদুল ইসলাম, কিষোয়ান গ্রুপের পরিচালক ওয়াহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ও আকতার হোসেন নয়ন।  সভায় স্বাগত বক্তব্য দেন প্রজন্ম সামাজিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আকরাম খান।

শাহেদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রেজাউল করিম, জাবেদুল ইসলাম, সাদেক হোসেন, জহির আহমদ, জাফর ইকবাল, এনামুল হক, ওসমান গণি, নুরুল আবছার বাবুল, মামুন, মহিউদ্দিন, মোস্তাক, নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়:১৩৪০ ঘণ্টা, ২১ জুন ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।