ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাসমান মানুষের ছবিতে ৫ হাজার ডলার পুরস্কার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
ভাসমান মানুষের ছবিতে ৫ হাজার ডলার পুরস্কার! ‘লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড–২০১৮’ জয়ী সৌরভ দাশের ছবি

চট্টগ্রাম: নগরের সড়ক বিভাজক কিংবা গোলচত্বরে ভাসমান মানুষের রাতযাপনের শৈল্পিক ছবি তুলে যুক্তরাজ্যভিত্তিক ‘লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড–২০১৮’র প্রথম স্থান অধিকার করেছেন সৌরভ দাশ।

১৭০টি দেশের ছবির মধ্যে সেরা হয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ জুন) লেনস কালচার তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করেছে।

প্রথম আলোর চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত সৌরভ দাশ পুরস্কার হিসেবে পাবেন ৫ হাজার ডলার ও সনদ। পুরস্কারজয়ী ও নির্বাচিত ৩৯টি ছবি নিয়ে আগামী ২ থেকে ৭ জুলাই ফান্সের আরলেস শহরে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শৌরভ দাশের ছবিতে শুয়ে থাকা মানুষগুলোকে ঘিরে বয়ে গেছে গতির রেখা।  প্রতিক্রিয়া জানতে চাইলে সৌরভ দাশ বলেন, বেশ কয়েক মাস ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন সড়কে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি। গভীর রাতে সন্তর্পণে তুলেছি ভাসমান নায়কদের ছবি। স্লো শাটার ব্যবহার করায় তাদের গল্পগুলো নতুন চেহারা পেয়েছে। শুয়ে থাকা মানুষগুলোকে ঘিরে বয়ে গেছে গতির রেখা। কখনো তা তৈরি করেছে ছোট-বড় বৃত্ত, কখনো ঝরনাধরার মতো তাদের ছুঁয়ে চলে গেছে। সেই ছবিগুলোই প্রতিযোগিতায় পাঠিয়েছিলাম। ভালো লাগছে আমার কষ্ট সার্থক হওয়ায়।

তিনি এ কাজ করার ক্ষেত্রে বিশেষভাবে কৃতজ্ঞ ইংরেজি দৈনিক দ্যা ডেইলি সানের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্রী রবিন চৌধুরীর কাছে।

‘গভীর রাতে ছবি তোলার সময় আমার পাশে ছায়ার মতো ছিলেন রবিন চৌধুরী। ও পাশে না থাকলে কাজটা এত সহজ হতো না। ’ বলেন সৌরভ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।