ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আগুনে পুড়লো বসতঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
হাটহাজারীতে আগুনে পুড়লো বসতঘর হাটহাজারীতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা বাচা বাপের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দুইটি বাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ জুন) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ৎ

বৈদ্যুতিক গোলযোগে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুইটি বাড়ি।                                             <div class=

ছবি: সংগৃহীত" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-3420180621114454.jpg" style="margin:1px; width:100%" />অগ্নিকাণ্ডে দুইজন মালিকের একাধিক কক্ষের কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।    

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।